বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমিতে শিল্পকলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন।
জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, সহ সভাপতি মিজানুর রহমান বাবলু, মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, যুগ্ম সম্পাদক আকতারুন নাহার সাকী, নূরনবী জিন্নাহ, সদস্য শহীদুল ইসলাম শহীদসহ শিল্পী, কলাকুশলী, বিচারকবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ১০টি ইভেন্টের প্রতিযোগিতায় দুই শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। জেলা পর্যায়ে প্রতিটি ইভেন্টে নির্বাচিত ১ম স্থান অধিকারীদের নিয়ে ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
যাযাদি/ এসএম