শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে মাদকবিরোধী আলোচনা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  ১২ জুন ২০২৪, ১১:২৩
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে মাদকবিরোধী আলোচনা
ছবি: যায়যায়দিন

‘মাদক সেবন রোধ করি-সুস্থ সুন্দর জীবন গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ, প্রকৌশলী আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপাধ্যক্ষ সেলিম আহমেদ।

উপাধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন- ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের চিফ ইন্সট্রাক্টর আফিদা রহমান ও রসায়ন বিভাগের (নন-টেক) চিফ ইন্সট্রাক্টর দূর্গা চরন রায়।

বক্তারা মাদকের কুফল তুলে ধরে বলেন- মাদক এমনই একটি বস্তু, যা শুধু একজন মানুষকেই ধ্বংস করে না, গোটা পরিবারকে ধ্বংস করে, রাষ্ট্রের ক্ষতি করে। কাজেই মাদক থেকে দূরে থাকতে হবে, মাদক সেবনকারীদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরিয়ে দিতে হবে।

আলোচনা সভায় শিক্ষক ও শিক্ষার্থীসহ দুই শতাধিক উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে