চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় জেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ কাব সদস্য অংশগ্রহণ করেন।
শনিবার সকালে শহ রের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এ ব উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্কাউটের ট্রেজারার আসলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহা. মার্শাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ,সহকারী কমিশনার সাগর আম্বিয়া সহ অন্যান স্কাউট বৃন্দ।কাব হলিডে তে জেলার বিভিন উপজেলা থেকে প্রায় ৩৩ টি কাব গ্রুপ অংশগ্রহণ করে।
এছাড়া জেলা স্কাউটস সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, রিনা আখতার জাহান, নুরুল ইসলাম, সদর উপজেলা সম্পাদক গোলাম সারওয়ার, উপজেলা কাব লিডার রকিব উদ্দিন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে কাবিং কার্যক্রমে অংশ নিয়ে তাদের দক্ষতা অর্জন করেন; যা তাদের আগামী শাপলা অ্যাওয়ার্ড অর্জনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
আজ নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে ৩য় জেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্কাউটের ট্রেজারার মোঃআসলাম কবীর। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃতাছনিমা খাতন,বিশেষ অতিথি মোহা. মার্শাল। স্বাগত বক্তব্য দেন জেলা স্কাউটের সম্পাদক মো. গোলাম রশিশ,সহকারী কমিশনার সাগর আম্বিয়া সহ অন্যান স্কাউট বৃন্দ।কাব হলিডে তে জেলার বিভিন উপজেলা থেকে প্রায় ৩৩ টি কাব গ্রুপ অংশগ্রহণ করে।
যাযাদি/ এসএম