শুধু ভালো ছাত্র আর ভালো অফিসার হলেই হবে না, সমাজের মানুষের কাছে প্রকৃত ভালো মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে। শুধু পদ দখল করলেই হবে না, সেটি শেষ জীবনে কল্যাণ বয়ে আনবে না। কথাগুলো বলেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথী আরো বলেন, শিক্ষার্থীদের মূল ভিত্তি তৈরি করা স্কুল, আমাদের পাবলিক স্কুলগুলো যে শিক্ষাটা দেওয়া হয় সেটি ভবিষ্যৎ জীবনের সহায়ক হয়।
তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমাদের জনবল কাঠামো ও মানব সম্পদ দক্ষ করে তুলতে হবে আর সেটি হতে না পারলে আমরা পিছিয়ে যাব।
ভালো ছাত্র গড়ার পাশাপাশি সত্যিকার ভাবে একটি সুসন্তান হিসাবে, সুনাগরিক হিসেবে সন্তানকে গড়ে তুলতে হবে। এই প্রতিষ্ঠান সেই ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক চৌধুরীর রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পালসহ শিক্ষকমন্ডলী ভৈরব ও শিক্ষা তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার আগে তিনি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।
যাযাদি/ এসএম