শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বোদায় সনাতন ধর্মাবলম্বীদের সম্প্রীতি রক্ষার অঙ্গীকার

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
  ১১ আগস্ট ২০২৪, ১৫:১৪
বোদায় সনাতন ধর্মাবলম্বীদের সম্প্রীতি রক্ষার অঙ্গীকার
ছবি: যায়যায়দিন

পঞ্চগড়ের বোদায় গুজবে কান না দিয়ে, দেশ না ছেড়ে সম্প্রীতি রক্ষার অঙ্গীকার করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে দুই উপজেলার প্রায় পাঁচ শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশ নেন।

গত শনিবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, পঞ্চগড় জেলা শাখার আয়োজনে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সম্প্রীতি সমাবেশে তারা এই অঙ্গীকার করেন। সমাবেশে বক্তারা বলেন, এই দেশে আমাদের জন্ম, আমাদের বাপ দাদার জন্ম। আমরা এই দেশ কখনই ছেড়ে কোথাও যাব না।

সম্প্রীতির রক্ষার মাধ্যমে দেশ গড়ার অঙ্গীকার করেন তারা। কল্যাণ ফ্রন্টের পঞ্চগড়ের আহবায়ক প্রেমাশিষ কুমার রায়ের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রধান বক্তবার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির পল্লি উন্নয়ন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ ফরহাদ হোসেন আজাদ। কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মোঃ তৌহিদুল ইসলামসহ বোদা ও দেবীগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কল্যাণ ফ্রন্টের নেতা অবসরপ্রাপ্ত শিক্ষক সুশিল চন্দ্র রায়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে