উলিপুরে হিন্দু মহাজোটের ব্যানারে উলিপুর শহীদ রায়হান চত্ত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে প্রতন্ত গ্রাম থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত হয়।
মানববন্ধন শেষে পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় গনেশ দত্তের সভাপতিতে বক্তব্য রাখেন স্বপন কুমার সাহা, অলক কুমার, উৎপল রায়। বক্তারা বলেন, আমরা স্বাধীন মুক্তভাবে বাংলাদেশে বাস করতে চাই।
বাংলাদেশে আমাদের জন্ম, বাংলাদেশেই আমাদের মৃত্যু হবে। আমরা এই দেশের মায়া ও ভালবাসা দিয়ে ছোট থেকে বড় হয়েছি। আমরা এ ভালবাসা ত্যাগ করে অন্য দেশে যেতে চাইনা। সরকার মহোদয়ের কাছে আমাদের জোর দাবী আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল খালেক এর নির্দেশে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক তাদের সঙ্গে সংগতি প্রকাশ করে বক্তব্য রাখেন আবু জাফর সোহেল রানা বলেন, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই।
আমরা কেউ কাউকে গালি না দিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশানুযায়ী একটি শান্তি সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই এবং আমাদের নেতা-কর্মীরা হিন্দু সম্প্রদায়ের লোকজনদেরকে নিরাপত্তার জন্য সার্বক্ষনিক প্রস্তুত বলে জানান।