উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কেন্দ্রীয় বি.এন.পি’র সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক এর নির্দেশে সাবেক ছাত্রনেতা ও বি.এন.পি’র অনত্যম নেতা আবু জাফর সোহেল রানার নেতৃত্বে উলিপুর রায়হান চত্বরে (বড় মসজিদ মোড়) দিনভর অবস্থান করে আছেন।
আবু জাফর সোহেল রানা জানান, আওয়ামীলীগের দূর্বীসন্ধি ঠেকানোর জন্য আমরা রাজপথে অবস্থান গ্রহণ করছি। আমরা এই মোড়ে পরবর্তী কর্মসূচী না আসা পর্যন্ত অবস্থান গ্রহণ করব বলে তিনি জানান।
অবস্থান চলাকালে বক্তব্য রাখেন বি.এন.পি’র অন্যতম নেতা আবু জাফর সোহেল রানা রংপুর পলিটেকনিক্যাল কলেজের সাবেক জি.এস ও বি.এন.পি’র নেতা ফিরোজ কবির কাজল, সাবেক ছাত্রনেতা হামিদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মঈন, সাবেক ছাত্রদলের সাধারন সম্পাদক নাজমুল হুদা, উপজেলা বি.এন.পি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, ধরনীবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বি.এন.পি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফুলু, উপজেলা বি.এন.পি’র সাবেক সাংগঠনিক সম্পাদক তোরাব হোসেন দুলাল, জেলা তাতী দলের যুগ্ম-সাধারন সম্পাদক জাকির হোসেন, বি.এন.পি’র নেতা জাহিদ হোসেন ও জেলা কৃষক দলের অনত্যম সদস্য উপজেলা বি.এন.পি’র সাবেক সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক মমিনুল ইসলাম।
যাযাদি/ এম