পাবনার বেড়া উপজেলার দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও বেড়া প্রেস ক্লাবের সেক্রেটারি সাংবাদিকের ব্যবসায় প্রতিষ্ঠান ভাংচুর করে নগদ অর্থসহ দোকানে থাকা সকল মালামাল লুটপাট করেছে এলাকার সন্ত্রাসীরা। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সাংবাদিক উজ্জ্বল হোসাইনের অভিযোগ, ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর সোমবার বিকেল ৩ টার দিকে বেড়া থানাধীন বেড়া বি, বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সরকারি স্কুলের একটি ব্যবসা প্রতিষ্ঠান উজ্জ্বল লাইব্রেবি এন্ড ষ্টেশনারী নামক ব্যবসা প্রতিষ্ঠানে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসীরা অতর্কিতভাবে আমার বন্ধ থাকা ব্যবসায় প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১টি কম্পিউটার, ২টি নতুন সোবাইল ডিভাইস মেশিন, ২ টি প্রিন্টার ও ২দুটি স্ক্যানেরসহ আসবাবপত্র ভাঙচুর করেন।
ওই সময় ৫টি স্মার্ট মোবাইল ফোন ২টি টেলিফোন সেট, ১টি টেলিভিশন, নিকন কোম্পানির D311 ও D5 মডেলের ২টি ডিএসএলআর ক্যামেরা এবং প্যানাসনিক কোম্পানির HC PV 100 মডেলের ভিডিও ক্যামেরাসহ আমার দোকানের ১০ লক্ষ ২৫ হাজার টাকা মালামাল লুট।
ফ্রিজ টা ৪০ হাজার, কম্পিটার ৩৫, হাজার প্রিন্টার , দুটো দামি ডিভাইস ফোন ৪৫ হাজার টাকা, বিকাশ নগদ, রকেটেন টাকা ৮৫ হাজার টাকা নগদ ক্যাশ, মোবাইলের রিচার্জ কাড। এমবি কাড রবি, গ্রামীন। এয়ার টেল, বাংলালিংক, ৩৫ হাজার টাকার, কোরআন শরিফ বড় ২৬ টি ছোট ৩৫টি কায়দা ৩৫০ খানা হাদিসের বই ২৫/৩০ খানা টাকা ২৫ হাজার টাকা , নোট গাইড টু হতে কলেজ পর্যন্ত ১ লক্ষ টাকার খাতা প্রায় ৫০ হাজার টাকার বিভিন্ন কোম্পানির কমল পানি ১০/১৫ হাজার টাকার সাদা পানি মাম, পেপসি, প্রান, টাইহার, স্পিড, জুস,দিয়ে ২৪ হাজার টাকার মত ষ্টেশনারী ৩৪/৪০ হাজার টাকা আসবাব পত্র ১ লক্ষ টাকার আমার ২ টা ডেবিট কাট, মধুমতি আর ডাচবাংলার পুরাতন বই ২৫ হাজার টাকা। দোকানের আইপি এস ২ লক্ষ পচিশ হাজার টাকার। আমার দোকানে প্রায় ১৫০/২০০ আইটেমের পন্য ও ষ্টেশনারী ছিল।
বাকির খাতা ৫০/৬০ টাকা চার টি খাতা নিছে । সব মিলে সর্বনাশ করছে। ভিভিন্ন কোম্পানির সীম কার্ড সহ খাতা পত্র , স্কুল কলেজের গাইড নোট ষ্টেশনারী লুটপাট করেছে।
দোকানে থাকা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েযায় সন্ত্রাসীরা। এছাড়াও ক্যাশের ডয়ের থেকে নগদ এক লাখ ছিয়াশি হাজার টাকা ও বিকাশের এজেন্ট সিমসহ মোবাইল ফোন নিয়ে যায়। আমার১শ ২৫ সি, সি হিরো হোন্ডা নিয়ে গেছে।
প্রায় ২শ আইটেমের পন্য সহ দোকানের আসবাব পত্র নিয়ে গেছে। এমন কি আমার বাড়িতে হামলা করে আসবাব পত্র ভাংঙচুর করে ঘরে থাকা সোনা গহনা নগদ টাকা লুটপাট করেছে। বাড়িতে থাকা স্কুল কলেজের সাটিফিকেট , নামি দামি কাগজ,ডকুমেন্ট ও আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদের মুক্তিযোদ্ধার সনদ, স্মাট কার্ড প্রয়োজনীয় কাগজ পত্র লুটপাট করে নিয়ে গেছে। জীবন বাচাতে পালিয়ে ছিল ১৫ দিন। মানবতার জীবন যাপন করছে সাংবাদিক উজ্জ্বল হোসাইন। আমার জীবনের নিরাপত্তা নেই।
এ ঘটনার পর পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবি এম ফজলুর রহমান ফজলু, বেড়া প্রেস ক্লাবের সভাপতি, ডাঃ হান্নান সহ সাথিয়া ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিক গন দুংখ প্রকাশ করেন তারা জানান। একজন গন্যমার্ধম কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানের হামলা করে তার সব কিছু লুটপাট করা উচিত হয়নি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিক ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাংবাদিক উজ্জল হোসাইনর ব্যবসা প্রতিষ্ঠানটি দেখতে আসেন। এ সময় তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উজ্জ্বল হোসাইন কে বাংলা খবর পত্রিকার সম্পাদক আবুল কালাম আজাদ এই নেকাকার জনক ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি টেলি ফোনে বার বার খবর নেন। দোসীদের আইনের আওয়াতাই আনার দাবি জানান।
যাযাদি/ এস