শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

উল্লাপাড়ায় ছাত্র মারধরের অভিযোগে সাবেক এমপি তানভীর ইমাম সহ অর্ধশতাধিকের নামে মামলা 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৭
উল্লাপাড়ায় ছাত্র মারধরের অভিযোগে সাবেক এমপি তানভীর ইমাম সহ অর্ধশতাধিকের নামে মামলা 
ছবি : যায়যায়দিন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থী মোঃ শামীম হাসান কে মারধরের অভিযোগে সাবেক এমপি তানভীর ইমাম, সাবেক মেয়র এসএম নজরুল ইসলামসহ ৫০ জনের নাম উল্লেখ করে উল্লাপাড়া মডেল থানায় শিক্ষার্থীর বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে জানা যায় গত ৭ আগষ্ট পৌর শহরের ঝিকিড়া এলাকার শিক্ষার্থী শামীম হাসানকে মারধর করা হয়েছে উল্লেখ করে নির্দেশদাতা হিসাবে সাবেক এমপি তানভীর ইমাম কে প্রধান আসামি করে ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও এই মামলায় অন্তত ১৫০ জনকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা সাব-ইন্সপেক্টর মোঃ রুহুল আমিন বলেন শিক্ষার্থী মারধরের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে