শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সলঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ২৭ অক্টোবর ২০২৪, ১৮:২৩
সলঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টায় সলঙ্গা থানা যুবদলের আহব্বায়ক রাশেদুল হাসান পাপন এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সলঙ্গা-উল্লাপাড়া আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।

সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল সরকার প্রমূখ।

এছাড়াও সলঙ্গা থানা যুবদলের আহব্বায়ক ও যুগ্ম আহ্বায়ক কমিটি সদস্যবৃন্দসহ সকল ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষা করা হচ্ছে। প্রায় ২ শতাধিক মানুষকে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এ সময় ফ্রি চিকিৎস্যাসেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে