শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নাগেশ্বরীতে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের অনুদানের চেক প্রদান

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ২৭ নভেম্বর ২০২৪, ১৭:১৪
নাগেশ্বরীতে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের অনুদানের চেক প্রদান
ছবি : যায়যায়দিন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা ও শহিদ পরিবারকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন অফিসারের সঞ্চালণায়।

এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, প্রাণিসম্পদ অফিসার শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি নুরন্নবী দুলাল, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে