বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

শাহজাদপুরে  জামায়াতের মহিলা বিভাগের বিশাল কর্মী সম্মেলন

শাহজাদপুর ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ১৫:২৪
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শাখার মহিলা বিভাগের বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার সকালে রবীন্দ্র কাছারি বাড়ী মিলনায়তনে শাহজাদপুর মহিলা জামায়াতের সেক্রেটারী রুবিয়া খাতুনের সভাপতিত্বে শিউলি খাতুন ও মাকছুদা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের মহিলা বিভাগের আঞ্চলিক দায়িত্বশীল মোছাঃ সাজেদা সামাদ।

বিশেষ অতিথি ছিলেন অস্চল টিম সদস্য হাসিনা খানম, মরিয়ম তাহের, সিরাজগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য নুরজাহান বেগম, সিরাজগঞ্জ জেলা মহিলা বিভাগের সেক্রটারী সুলতানা ইয়াসমিন জেবা।

বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মা-ও মিজানুর রহমান। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা শাহজাদপুরে জামায়াতের মহিলা বিভাগের কর্মী সম্মেলনে শাহজাদপুর পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের প্রায় ৬শতাধিক কর্মীগণ অংশ গ্রহণ করেন।

এসময় বক্তাগণ আগামীতে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য নারীদের এগিয়ে আসার আহ্বান জানান। কারণ ইসলামি রাষ্ট্র কায়েম হলেই কেবল নারীদের অধিকার ও প্রাপ্য সন্মান প্রতিষ্ঠা হবে। নারী নির্যাতন বন্ধ হবে। জামায়াতের মহিলা কর্মীদের আদর্শবান হতে হবে।

পারিবারিক জীবনে সবাইকে নিষ্ঠাবান ও আন্তরিক, পর্দানশীন হতে হবে। ছেলে মেয়ে এবং পরিবারকে ইসলামের আদর্শে অনুপ্রাণিত করতে হবে।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে