জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের সাথে মাদারগঞ্জ প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের আয়োজনে থানা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাদক, চুরি ও ছিনতাই রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন ওসি।
মতবিনিময় সভায় নবাগত ওসির হাসান আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, সহ সভাপতি এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সদস্য আল্পনা জান্নাত, বজলুর রহমান খান প্রমুখ।
নবাগত ওসি হাসান আল মামুন মাদারগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি ২৯ নভেম্বর যোগদান করেছি। যোগদানের পর থেকে এ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি আমার পুরো টিমকে সাথে নিয়ে সক্রিয়ভাবে কাজ করছি। মাদারগঞ্জ মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক, চুরি, ছিনতাই ও জুয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আশা করি পুলিশ, সাংবাদিক ও জনগণ মিলে-মিশে কাজ করলে সমাজ থেকে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে থাকবে।
সভা সঞ্চালনা করেন মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ফিরোজ উদ্দিন, মাদারগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক সামিউল ইসলাম শামীম, সদস্য মোহাম্মদ শাহীন, আনিছুর রহমান আইয়ুব প্রমুখ।
যাযাদি/ এআর