শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ইউএনও

বগুড়া (শেরপুর) প্রতিনিধি
  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭
শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ইউএনও
ছবি: যায়যায়দিন

বগুড়ার শেরপুর মির্জাপুর বাজার ও হাইওয়ে হাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে আকস্মিক অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিক খাঁন।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১২টায় আকস্মিক এই অভিযানে মির্জাপুর বাজারে অবৈধ স্থাপনা, হাইওয়ে দখল করে যত্রতত্র ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিং বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ রঞ্জু সরকার প্রমুখ।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষে তিনি মির্জাপুর ইউনিয়ন ভ‚মি অফিস পরিদর্শন করেন এবং স্থানীয় পর্যায়ে ভূমি সংক্রান্ত সকল বিষয়ে নাগরিক সেবা প্রদানে নির্দেশ প্রদান করেন এবং ভূমি সংক্রান্ত সকল বিষয়ে নাগরিকগণ যেন কোন প্রকার হয়রানির শিকার না হয়। সে ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করেন এবং সকাল প্রকার অনিয়ম দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে এ অভিযান পরিচালনা চলমান থাকবে বলে জানান ইউএনও মো. আসিক খাঁন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে