শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আব্দুল খালেকের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা তথা রংপুর বিভাগের বিএনপি দিনদিন গতিশীল হচ্ছে

উলিপুর প্রতিনিধি
  ০৮ ডিসেম্বর ২০২৪, ২০:১৫
আপডেট  : ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭
আব্দুল খালেকের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা তথা রংপুর বিভাগের বিএনপি দিনদিন গতিশীল হচ্ছে
ছবি : যায়যায়দিন

কুড়িগ্রাম জেলার একহজন ত্যাগী ও নিবেদিত রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে কুড়িগ্রাম জেলা তথা রংপুর বিভাগে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিগত ২০২২ সালে ৭ই ডিসেম্বর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টনের সামন থেকে আওয়ামী সরকারের হাতে আটক হয়ে নির্যাতন ও নিপীড়নের স্বীকার হন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা আব্দুল খালেক এর নির্দেশনায় তার নিজ জেলা কুড়িগ্রাম ও নিজ উপজেলায় রাজপথের সংগ্রাম আন্দোলন সংগঠিত করেছিলেন।

কুড়িগ্রাম জেলার সদর উলিপুর, চিলমারী, রাজারহাট, রৌমারী, রাজিবপুর বিভিন্ন উপজেলা ও ইউনিয়নগুলোতে তারই উদ্দ্যোগ ও নেতৃত্বে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচী পালন করেছে ছাত্রদলের রাজনীতি করে আসা সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা।

বিশেষ করে দলের পদবঞ্চিত যুবদল, কৃষকদল, মৎস্যজীবি দল ও বিএনপি’র একটি ত্যাগী ও নির্র্যাতিত অংশেই ২৮ শে অক্টোবরের আগে ও পরে কেন্দ্রঘোষিত হরতাল, অবরোধ, কালোপতাকা মিশিল, ইউনিয়ন পদযাত্রা অবস্থান কর্মসূচী, মশাল বিক্ষোভ মিছিলের মতো ঝঁকিপূর্ণ আন্দোলনগুলো আব্দুল খালেক এর অনুপ্রেরণাতে কুড়িগ্রাম জেলায় হয়েছিল।

৫ অক্টোবরের পূর্বে এই জেলা ও উপজেলার পদ, পদবীতে থাকা নেতা-কর্মীরা সক্রীয় ছিলনা। সেখানে বিএনপি’র এই কেন্দ্রীয় নেতা প্রত্যক্ষভাবে এই এলাকায় বিএনপি’র স্থানীয় প্রবীণ ও তরুন নেতা-কর্মীদের উজ্জীবিত করে রাজপথে সক্রীয় করেছেন। আব্দুল খালেক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে ছাত্র রাজনীতিতে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেন। ছাত্রদল একটি প্রভাবশালী ছাত্র সংগঠন যা বিএনপি’র আদর্শে বিশ্বাসী। দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে তিনি ছাত্রদের অধিকার আদায়ের পক্ষে ও ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনে সক্রীয় অংশগ্রহণ করেছেন এবং এরশাদ পতনের ছাত্রদলের পক্ষে নেতৃত্ব দিয়েছেন ও এরশাদ পতনের আওয়াজ তুলেছিলেন। তার নেতৃত্বে ছাত্রদলের তার সাংগঠনিক কার্যক্রম সেই সময়ে সুসংগঠিত করেছেন এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্র রাজনীতির একটি শক্তিশালি অবস্থান তৈরী হয়েছে। তিনি ছাত্রদের মধ্যে বিএনপি’র রাজনীতির আদর্শ, উদ্দেশ্য প্রসারের জন্য আজও কাজ করছেন।

রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পাওয়ার পর বিএনপি-কে সুসংগঠিত করার জন্য রাত-দিন রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় ছুটে বেড়াচ্ছেন। ইতোমধ্যে তিনি একজন দক্ষ সাংগঠনিক মানুষ হিসাবে কুড়িগ্রাম জেলা তথা রংপুর বিভাগে ব্যাপক সুনাম অর্জন করেছেন এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পাওয়ার পর বিএনপি’র সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার জন্য দায়িত্ব পালন করে আসছেন। কর্মীও সমর্থকদের একত্রিত করে রাজনৈতিক আন্দোলন পরিচালনার জন্য রাত-দিন গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছেন। বিশেষ করে রংপুর বিভাগের দলের শক্তি বৃদ্ধি এবং জনগণের মাঝে বিএনপি’র অবস্থান ও ভীত মজবুত করার ক্ষেত্রে তার ব্যাপক অবদান। রাজনৈতিক জীবনের ত্যাগ ও সংগ্রামে আব্দুল খালেক একাধিক সংগ্রাম ও চ্যালেঞ্জের সাথে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির বিভিন্ন পর্যায়ে কাজ করে আসছেন এবং দেশের রাজনৈতিক এ পরিস্থিতিতেও অনেক ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তার রাজনৈতিক জীবন গণতন্ত্র ও মানুষের অধিকার এবং দেশপ্রেমের প্রতি অকুট বিশ্বাসের প্রতীক। তিনি জনগণের পাশে দাড়িয়ে দেশের বৃহত্তর স্বার্থে নিজের আত্মত্যাগ করেছেন।

বিশেষ করে এ অঞ্চলের বিএনপি’র আন্দোলনে ও পলাতক হাসিনা সরকার পতনের লক্ষে ব্যাপক প্রতিবাদ ও আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা বিএনপি’র সদ্য বিদায়ী সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান জানান, আব্দুল খালেক কুড়িগ্রামের বিএনপি-কে সুসংগঠিত করার লক্ষ্যে তার অবাদান অস্বীকার করার মতো নয়। খালেক একজন ত্যাগী ও উদীয়মান নেতা বলে তিনি জানান। চিলমারী উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা জানান, আব্দুল খালেক ছাত্র জীবন থেকে ছাত্রদল তথা বিএনপি’র জন্য একজন নিবেদিত প্রাণ। যার নেতৃত্বে আজ প্রবীণ ও তরুনেরা এক হয়ে দলকে সুসংগঠিত করার জন্য জীবনকে বাজী রেখে কাজ করে যাচ্ছেন।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা বিএনপি’র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, অঙ্গসংগঠনের কমিটি প্রসঙ্গে সামাজিক যোগযোগে যে সমস্ত লেখালেখি খালেকের বিরুদ্ধে হচ্ছে তা মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত। কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা আব্দুল খালেক উলিপুর তথা কুড়িগ্রামসহ রংপুর বিভাগে বিএনপ-কে গতিশীল করে যাচ্ছে এটি অস্বীখার করার মতো নয়। তবে একটি মহল তাকে হেয় করার জন্য মরিয়া হয়ে লেগেছে। তবে তাদের উদ্দেশ্য সফল হবেনা।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে