শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

তাড়াশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী  দিবস পালিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:০৭
তাড়াশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী  দিবস পালিত
ছবি: যায়যায়দিন

সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন শেষে আলোচনা সভা উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও সুইচিং মং মার্মা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুসাব্বির হোসেন খান, চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি মোঃ আব্দুল বারী খন্দকার,প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে