মৌলভীবাজার জেলার বড়লেখায় কাজী আব্দুস শাকুর এডকেশন ট্রাষ্ট এর উদ্যোগে ৩য় বারের মত কাজী আব্দুস শাকুর মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবনে অনুষ্ঠিত পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম ও ১০ম শ্রেণিতে অধ্যয়নরত প্রায় ৩০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা হল পরিদর্শন করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন জানান,কাজী আব্দুস শাকুর এডুকেশন ট্রাষ্ট এর আয়োজনে এ অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতি ও অগ্রতির লক্ষে বিগত ৩ বছর হতে কাজী আব্দুস শাকুর মেধাবৃত্তি পরীক্ষা প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে।
কেন্দ্র পরিদর্শন শেষে ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনাম উদ্দিন বলেন, আমি খুবই আনন্দিত শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে,আগামীতে কাজী আব্দুস শাকুর এডুকেশন ট্রাষ্ট নিয়মিত এ কার্যক্রম অব্যাহত রাখবে এবং তাদের মেধাবৃত্তি যেন প্রতি বছর আয়োজন করে সে প্রত্যাশা রাখবো।
যাযাদি/ এসএম