শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

হাতীবান্ধায় কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  ২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:০৯
হাতীবান্ধায় কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন
ছবি: যায়যায়দিন

চাকুরী ক্ষেত্রে বৈষম্য দূর করে সমতা আনয়নের মাধ্যমে ক্যাডার যার মন্ত্রণালয় তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে আন্ত: ক্যাডার বৈষম্য নিরোসন পরিষদ এ মানববন্ধনের আয়োজন করেন ।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাহমুদুল হাসান, হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ারুল হক ও ডা: তাসকিনুর রহমান প্রমুখ।

বক্তাগন, চাকুরী ক্ষেত্রে বৈষম্য দূর করে সমতা আনয়নের মাধ্যমে ক্যাডার যার মন্ত্রণালয় তার এ নীতি বাস্তবায়নের দাবি জানান।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে