শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শাল্লায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬
শাল্লায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের শাল্লা থানার আয়োজনে শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের অন্তরগত সাতপাড়া বাজারে শনিবার (২৮ ডিসেম্বর) শাল্লা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও এসআই আল আমিনের সঞ্চালনায় স্থানীয় লোকজন কে নিয়ে গুজব, মাদক, জুয়া, যৌতুক ইভটিজিং, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও সন্ত্রাসবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ওসি তদন্ত ওয়ালী আশরাফ খান, বিএনপি নেতা কাদির মিয়া, শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব বাপন আহমেদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ হোসেন সাগর, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়া, যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান ডালিম, শাল্লা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রাব্বুল হোসেন রাফি, সাতপাড়া বাজারের ব্যবসায়ী মোবারক সহ বিভিন্ন শ্রেনী পেশা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন া

বক্তাগণ গুজব, মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রমের ওপর পুলিশ আর জনতার পারস্পরিক সম্পর্ক হবে বলে সোহাদ্য পুর্ন এমনটাই মনে করে আলোকপাত করে বিস্তর বক্তব্য রাখেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে