শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শাল্লায় ফসল রক্ষা বাঁধের কাজে ধীর গতি, শঙ্কিত হাওর পাড়ের কৃষকরা 

মো. দিলুয়ার হোসেন, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩
শাল্লায় ফসল রক্ষা বাঁধের কাজে ধীর গতি, শঙ্কিত হাওর পাড়ের কৃষকরা 
ছবি: যায়যায়দিন

শাল্লায় বোরো ফসলের আবাদ শুরু হলেও নামমাত্র একটি বাঁধে ঘঁষামাজা ছাড়া এখনও হাওরের অধিকাংশ ফসল রক্ষা বাঁধে মাটি ফেলার কাজ শুরু হয়নি।

একটি বাঁধে কাজের উদ্বোধনের পর থমকে আছে বাঁধের কাজ। নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর বাঁধের কাজ শুরু হবে এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার সময়সীমা। বাঁধের কাজে ধীর গতিতে দুশ্চিন্তায় রয়েছেন হাওর পারের কৃষকরা।

রোববার সরেজমিনে উপজেলার ছায়ার হাওরে ৫৬নং প্রকল্পে গিয়ে দেখা যায়, উদ্বোধনের দু’সপ্তাহের ও বেশি সময় পেরিয়ে গেলেও বাঁধে কাজের কোন চিহ্ন নেই। দেখা মেলেনি পিআইসি কমিটির কাউকে। বাঁধে নেই সাইনবোর্ড কিংবা বাঁধ নির্মাণের কোন সরঞ্জাম।

উপজেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় এবার শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের অধীনে ছয়টি হাওরে ৮৪ কিলোমিটার বাঁধের কাজ ১১৫ টি প্রকল্পের মাধ্যমে করা হবে, এই কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২৪ কোটি ৮২ লক্ষ টাকা।

হাওর গুলো হল- ছায়ার হাওর, বরাম হাওর, ভান্ডার বিল হাওর, উদগল হাওর, ভেড়াঢহর হাওর উপ-প্রকল্প। ১১৫ প্রকল্পের মধ্যে ৬০ প্রকল্প অনুমোদন দেয়া হলে ও এখনো দেয়া হয়নি ওয়ার্ক অর্ডার। তাছাড়া বাকি প্রকল্প গুলো এখনো অনুমোদন দেয়া হয়নি।

এ ব্যাপারে শাল্লা উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন এবং মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, আমাদের ওয়ায়েব সাইট ফলো করবেন এখন বলতে পারব না। আমি ছুটিতে আছলাম ত আছকে আসছি জেনে শুনে বলতে পারব।

অন্যদিকে শাল্লা উপজেলার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের শাখা প্রকৌশলী রিপন আলীর সাথে কথা হলে তিনি বলেন, ৬০ টি পি আইসি সরকারি ওয়ায়েবসাইটে দেয়া হয়েছে, আর আগামীকাল মিটিংয়ে বসব বাকি অবশিষ্ট যা রয়েছে তা ফাইনাল হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে