বগুড়া শাজাহানপুরে কামার পাড়া গ্রামে মনজিলা খাতুন নামে এক গর্ভবতী নারীকে মির্মমভাবে হত্যাে এবং আসামীদের গ্রেফতার না করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (৩১ ডিসেম্বর ) ওই গ্রামের জনগন ও পরিবারের লোকজন এ মানববন্ধনে অংশ নেয়। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মনজিলার স্বামী তুহিন এবং তার শশুর আজিজ মিয়া একটি ইজিবাইক কিনে নেয়ার জন্য যৌতুক দাবী করে আসছিল। কিন্তু মনজিলার রিকশা চালক বাবা অভাবের সংসারে সেই টাকা দিতে না পারায়, মনজিলার উপর নেমে আসে শারীরিক ও অমাানুষিক নির্যাতন।
এরই ধারাবাহিকতায় গত ১৪ ডিসেম্বর মনজিলাকে স্বামী শশুড় মিলে গলাটিপে হত্যা করে আত্মহত্যার নাটক সাজায়।
এবিষয়ে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করলেও আসামীরা রয়েছে ধরাছোয়ার বাইরে। তাই অবিলম্বে আসামীদের গ্রেফতার ও আইনি ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী।
মনজিলঅর বাবা রজিবুল, বোন জেসমিন এবং মা শারমিন আকতার জানান, বিয়ের পর থেকে যৌতুক না পেয়ে তারা মনজিলার উপর নির্মম অত্যাচার করে আসছিল। এরই ধারাবাহিকতায় তাকে হত্যা করে। এজন্য তারা থানায় অভিযোগও দিয়েছেন। কিন্তু আসামীকে গ্রেফতার ও আইনি পদক্ষেপ নেয়া হচ্ছ না। তাই তারা এই নির্মমভাবে গর্ভবতী নারী হত্যার বিচার চান।
এবিষয়ে শাজাহানপুর থানার এস আই আবু সাঈদ বলেন, বিষয়টি তদন্তনাধীন রয়েছে।
যাযাদি/ এম