উপজেলার একদনন্ত ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আইন-শৃঙ্খলা বিষয়ে উচ্চপর্যায়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার, সভাপতিত্ব করেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান সরকার।
শনিবার (১১ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত এ আইন-শৃঙ্খলা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন একদন্ত ইউপি সদস্য ফরহাদ শিকদার, খলিল বিশ্বাস, আব্দুল মালেক, মাহবুব আলম প্রমুখ। সভায় বক্তারা জানান, এই এলাকার কিছু প্রভাবশালী লোক অন্য এলাকা থেকে লোক ভাড়া করে এনে সামাজিক ভাবে বিচার সালিশ করছে এবং অবৈধ অর্থ আদায় করছে।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে কিছু লোক ও উঠতি বয়সের যুবক গাঁজা, মদ, ইয়াবাসহ নানা মাদকদ্রব্যে সেবনে লিপ্ত থাকে। অপরদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চত্বরে জুয়ার আসর বসে। এসব সমাজবিরোধীদের ব্যাপারে কিছু বলার সাহস থাকে না কারো। পুলিশ কর্মকর্তা এসব অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভা সঞ্চালনা করেন আটঘরিয়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক মোঃ আতাউর রহমান রানা।
যাযাদি/ এসএম