শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আটঘরিয়া ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:২৪
আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:৩০
আটঘরিয়া ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ
ছবি: যায়যায়দিন

রাষ্ট্রীয়ভাবে ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে আটঘরিয়া উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা’ এই স্লোগানকে সামনে রেখে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত শক্তিশালী করণের উদ্দেশ্যে ৭ দফা বাস্তবায়নের দাবিতে শোডাউন, ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

এসব দাবির মধ্যে আছে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যের সুচিকিৎসা প্রদান, অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত, সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদে গঠন করে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত, ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকা, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা এবং নতুন রাজনীতি বন্দোবস্ত সব ধরনের বৈষম্য নিরসন করে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি এবং ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনীতি ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামো বিলোপ করে সব ধরনের সংস্কার ওয়াদা দিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ১৩ জানুয়ারি এই কর্মসূচি পালিত হয়।

এসব দাবির স্বপক্ষে শোডাউনে অংশগ্রহণকারী আটঘরিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেত্রবৃন্দ ও কর্মীরা বিভিন্ন বাজারে বাজারে মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করে জনমত সৃষ্টি করছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে