নৌ-পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমি চেষ্টা করছি যাতে প্রান্তিক অঞ্চলগুলোর উন্নতি হয়। বাংলাদেশকে উন্নত করতে হলে প্রান্তিক অঞ্চলকে উন্নত করতে হবে।
তিনি আরও বলেছেন, লঞ্চঘাটগুলোতে যে অরাজগতা হয় তার বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে। নৌপথে কোন অরাজগতা চলবে না বলেও জানান তিনি।
শনিবার (১৮ জানুয়ারি) বিকালে ভোলার চরফ্যাশন বেতুয়া নৌ-বন্দরের টার্মিনাল লঞ্চ ঘাটে স্থাপিত নবনির্মিত ফ্লাট পল্টুন-১ উদ্বোধন ও লঞ্চঘাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, সহকারী একান্ত সচিব সাজ্জাদ নাঈম, ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি, সহাকারী পুলিশ সুপার( চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান প্রমুখ।
এর আগে তিনি মনপুরা ও ঢালচরে নতুন লঞ্চ টার্মিনাল উদ্বোধন করেন। পরে চরফ্যাশন উপজেলা প্রশাসন এর আয়োজনে জেলা ও উপজেলা সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম