শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আটঘরিয়ায় ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ২১ জানুয়ারি ২০২৫, ১২:৩৮
আটঘরিয়ায় ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

"জ্ঞান বিজ্ঞান করব জয় সেরা হব বিশ্বময়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা মঙ্গলবার (২১ জানুয়ারি) সমাপ্ত হয়েছে।

আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২০ জানুয়ারি সোমবার উপজেলা অডিটরিয়ামে দুই দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারি, প্রকৌশলী কর্মকর্তা বাকি বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, কৃষি অফিসার সজীব আল মারুফ, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, নির্বাচন কর্মকর্তা রোকসানা পারভীন, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নূর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করেন এবং মেলার বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিস বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ মেলায় মেলায় ১৮ টি স্টল বসানো হয়েছিল। স্টল গুলো হলো-আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়, দেবোত্তর ডিগ্রী কলেজ, ডেঙ্গার গ্রাম ডিগ্রী কলেজ, চাঁদভা ইসলামিয়া আলিম মাদ্রাসা, ত্বাহা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, পারখিদিরপুর ডিগ্রী কলেজ, খিদিরপুর ডিগ্রী কলেজ, কয়রাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়, সড়াবারিয়া উচ্চ বিদ্যালয় পারখিদিরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একদন্ত উচ্চ বিদ্যালয়, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়, লক্ষীপুর উচ্চ বিদ্যালয়, বি এল কে উচ্চ বিদ্যালয়, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়,আটঘরিয়া সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় । ২দিনব্যাপী মেলা শেষে মঙাগলবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে