পাবনার আটঘরিয়া উপজেলা পর্যায়ে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমৃলক সভা সোমবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খান, মাজপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোকাদ্দেস, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন, কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দিন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা মায়া প্রমূখ। এসময় উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও শরীর চর্চা শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান।
যাযাদি/ এসএম