শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের ইউপি সদস্যকে মারপিট করে আহত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  ২৪ জানুয়ারি ২০২৫, ১২:২২
সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের ইউপি সদস্যকে মারপিট করে আহত
ফাইল ছবি

বগুড়ার সারিয়াকান্দি এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় কটাপুর বাজারের কালাম ফকির তার ছেলের জন্মনিবন্ধন করতে আসলে তারা ওই এলাকার ভোটার না এ কথা বলায় ইউপি সদস্যর ওপর চড়াও হন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার কাজলা ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে এ ঘটনায় আহত হন ইউপি সদস্য আনিস মোল্লা। স্হানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা করা হয়। তিনি চর ঘাগুয়া গ্রামের মৃত আমজাদ মোল্লার ছেলে ও কাজলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান সদস্য।

প্রত্যক্ষদর্শীর ও অভিযোগ সুএে জানাযায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আনিস মোল্লা কাজলা ইউনিয়ন পরিষদে বসে ছিলো।এ সময় কালাম ফকির তার ছেলের জন্ম নিবন্ধন করতে আসে। এসময় আনিস মোল্লা বলে, আপনারাতো কাজলার ভোটার না। এই শুনে কালাম ফকির ইউপি সদস্য আনিস মোল্লাকে চড় থাপ্পড় কিল ঘুষি মারা শুরু করে। কালাম ফকিরের সাথে থাকা রহিমুদ্দিন ফকির ছেলে আব্দুল ফকির, সুলতান সরকারের ছেলে মাসুম সরকার এতে যোগ দিয়ে আনিস মোল্লাকে আহত করে। যাওয়ার সময় হুমকি দিয়ে বলে যায় এরপর যদি আনিস মোল্লা ইউবিয়ন পরিষদে আসে তাহলে তার বড় ধরনের ক্ষতি করবে এই ভয়ভীতি দেখায়।

কাজলা ইউনিয়ন পরিষদের সচিব রুবেল মিয়া বলেন, কালাম ফকির ও তার পরিবারের আরও ২ জনের জন্মনিবন্ধন করতে আসে পরিষদে। তাদের ভোটার আইডি কার্ড ময়মনসিংহের হওয়ায় আমি বলি এটাতো এখানে করা যাবেনা। এতে করে তারা একটু রাগান্বিত হয়ে বিভিন্ন অশালীন ভাষায় কথা বলতে থাকে। কালাম ফকিরকে চেয়ারে বসতে না বলাতে আরও ক্ষিপ্ত হয়ে উঠে। কিন্তু আমার অফিসে বসার চেয়ার গুলো সব লোকজনে ভরা ছিলো আর আমি কাজে ব্যস্ত ছিলাম প্রচুর লোক জন্মনিবন্ধন করতে আসছিলো গতকাল আপনি বলেন কাকে তুলে দিয়ে কাকে বসতে বলবো। তারপরেও আমি তাকে ব্যাপারটি বিষয়ে ভুল স্বীকার করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বলছি।

তবে অভিযোগ অস্বীকার করে কালাম ফকির বলেন, ‘জন্মনিবন্ধন নিতে গেলে পরিষদের সচিব রুবেল মিয়ার সাথে কিছু কথা হয়। এ নিয়ে তার সঙ্গে আমার তর্কবিতর্ক হয়। আনিস মোল্লাকে আমি বা আমরা কেউ মারিনী তার সাথে পরিষদের বাহিরে দেখায় হয়নি। এসব নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে।

কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের সচিবের কাছে থেকে ঘটনার বিবরণ শুনেছি। আরেকজন মেম্বারকে দায়িত্ব দিয়েছি আগামী রোববার সবাইকে নিয়ে শালীসি বিচার বসিয়ে যথাযথ বিচার করা হবে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিলুর ইসলাম বলেন, এই বিষয়ে একটি অভিযোগ করেছে ভুক্তভোগী ইউপি সদস্য । তদন্ত সাপেক্ষেও এই ঘটনার সাথে জড়িত সকল দোষীদের আইনের আওতায় আনা হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে