শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মাজপাড়া ইউনিয়ন বিএনপির পৃথক ২ কাউন্সিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭
মাজপাড়া ইউনিয়ন বিএনপির পৃথক ২ কাউন্সিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

রবিবার (২৬ জানুয়ারি) ছিল আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিলের দিন। একই দিন ঐ ইউনিয়নের বিএনপির পৃথক পৃথক দুটি কাউন্সিলে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকলেও তা শান্তিপূর্ণভাবে শেষ হয়।

কাউন্সিল দুটি হয় খিদিরপুর উচ্চ বিদ্যালয় মাঠ এবং পারখিদিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে। দুটি কাউন্সিলেরই প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

নেতৃত্বের কোন্দলে এই ইউনিয়ন বিএনপি'র পৃথক পৃথক দুটি কাউন্সিল অনুষ্ঠিত হয়। উভয় কাউন্সিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা।

খিদিরপুর মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে দলের অনেক সমর্থক, নেতা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ কাউন্সিলের প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক হাবিব বলেন, আমরা তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে এবং দলকে শক্তিশালী করতে কমিটির গঠনের কাজ তৃণমূল থেকে শুরু করেছি।

অপরদিকে প্রার্থীদের স্কুল মাঠে অনুষ্ঠিত পৃথক কাউন্সিলে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন নেতৃত্বে বিপুলসংখ্যক সমর্থক এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ কাউন্সিলের প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, একই দিনে একটি ইউনিয়নের কমিটি গঠনের লক্ষে পৃথক পৃথক দুটি কাউন্সিলে কোন বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত প্রমাণ করে বিএনপি ঐক্যবদ্ধ আছে। তিনি বলেন, আমরা সঠিকভাবে মাজপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করবো। আগামীতে বেগম জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে সরকার গঠনের লক্ষ্যে মানুষের ভোট সংগ্রহের জন্য নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে