শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আটঘরিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৯
আটঘরিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

কড়া নিরাপত্তায় শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯ টা পর্যন্ত দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আটঘরিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে চরম প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তৃণমূল ভোটারদের প্রত্যক্ষ গোপন ব্যালট ভোটে তিন পদে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং ঐদিন রাত ৯ টায় ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে সভাপতি পদে আজাহার আলী, সাধারণ সম্পাদক পদে আব্দুল কুদ্দুস এবং সংগঠনিক সম্পাদক পদে মোফাজ্জল হোসেন বাবু নির্বাচিত হন।

কাউন্সিল অধিবেশনে অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ, জেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন্নেসা, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট শাহজাহান আলী, বিএনপি নেতা শেখ তুহিন, আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দীর্ঘদিন পর আটঘরিয়া পৌর বিএনপির অনুষ্ঠিত কাউন্সিলে ৯ ওয়ার্ড কমিটির ৬৩৯ জন ভোটার সরাসরি গোপন ব্যালটে ভোট দিয়ে পৌর বিএনপি'র প্রতিনিধি নির্বাচিত করেন। এ নির্বাচনে তিন পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তারা হলেন সভাপতি পদে ৪ জন প্রতিদ্বন্দ্বী হলেন- আমজাদ হোসেন, আজাহার আলী, আখতারুজ্জামান আনতা ও আবুল কালাম আজাদ (কালু)। সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্ব›দ্বী হলেন- শামীম রেজা, আব্দুল কুদ্দুস, আশরাফুল আলম খান ও ফরহাদ হোসেন চঞ্চল। অপরদিকে সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রতিদ্ব›দ্বী হলেন- আছাদুজ্জামান আছাদ, মোফাজ্জল হোসেন বাবু ও কামরুজ্জামান টিটু।

এদর মধ্যে ২৪৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন আজাহার আলী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন পান ২৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুল কুদ্দুস, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম পান ২০২ ভোট। অপরদিকে সাংগঠনিক সম্পাদক পদে মোফাজ্জল হোসেন বাবু ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দী আসাদ পান ১০৬ ভোট।

তৃণমূলের প্রত্যক্ষ গোপন ব্যালট ভোটে কোন রাজনৈতিক দলের নির্বাচন এটাই প্রথম। তবে সকাল থেকেই সম্মেলন স্থান ছিল পুলিশের কড়া নিরাপত্তা। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৩৯ জন, তার মধ্যে মোট ভোট পড়ে সভাপতি পদে ৫৯৬জন সম্পাদক পদে ৫৬৮ জন ও সাংগঠনিক পদে ৫৯৮ জন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে