বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

হরিণাকুণ্ডুতে বুলডোজার দিয়ে উপড়ে ফেললো মুজিবের ভাস্কর্য

হরিণাকুণ্ডু,(ঝিনাইদহ)প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬
হরিণাকুণ্ডুতে  বুলডোজার দিয়ে উপড়ে ফেললো মুজিবের ভাস্কর্য
ছবি: যায়যায়দিন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বুলডোজার দিয়ে উপড়ে ফেলা হলো শেখ মুজিবের ভাস্কর্য। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মুজিবর রহমানের স্মারক ভাস্কর্যটি পুরোপুরি ভেঙে উপড়ে ফেলে ছাত্ররা।

বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহবায়ক মোঃরফিকুল ইসলামের নেতৃত্বে এ ভাংচুর চালায় সাধারণ ছাত্ররা ।

এর আগে, গত ৫ আগস্ট ভাস্কর্য্যটিকে ভাঙার চেষ্টা করে ছাত্ররা। কিন্তু অত্যন্ত মজবুত করে তৈরি হওয়ার কারণে তা সম্ভব হয়নি। এরপর গতকাল রাতেও আরও একবার ভাঙার চেষ্টা করা হয়। কিন্তু তখনও ছাত্ররা ব্যর্থ হয়। এরপর তারা সেখানে আগুন ধরিয়ে দেয়।

বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ফ্যাসিষ্টদের কোনো ভাস্কার্য থাকতে পারে না এ নতুন বাংলাদেশে। যদি থাকে তাহলে নতুনভাবে প্রাপ্ত স্বাধীনতার সম্মান রক্ষা হয় না। ফ্যাসিজম কায়েম এ দেশে আর হবে না। তাই এ ভাস্কর্যগুলি ভেঙে ফেলা হচ্ছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে