শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সারিয়াকান্দিতে মেলা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৩
সারিয়াকান্দিতে মেলা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩
প্রতীকি ছবি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পোড়াদহ মেলা বসানো নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৮ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে উপজেলার কড়িতলা ইউনিয়নের কড়িতলা হাটে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের ১৩ জন আহত হয়েছেন। এই হামলার জন্য একপক্ষ আরেক পক্ষকে দায়ী করছে।

এই হামলায় আহতরা হলেন কামালপুর কড়িতলা গ্রামের কামাল হোসেন (৩৮), সমসের আলী মণ্ডল (৫৫), গোলাম কিবরিয়া (৩৫), আজাদ মিয়া (৩০), মাজু সরকার (৬০) এবং রৌহাদহ গ্রামের নিয়ামত সোবদুল খাঁ। ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন পুটু (৪০), ওয়ার্ড যুবদলের সভাপতি স্বপ্ন মিয়া (৪০), বাচ্চু মিয়া (৪৫), উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আলম (৩৫), ওয়ার্ড যুবদলের সদস্য রাসেল মিয়া (৩৫), ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর হোসেন (৪০) এবং ইউনিয়ন যুবদলের সদস্য সুজন মিয়া (৪৫)। আহত কিছু ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নেয় সাতজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এবিষয়ে কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ঠান্ডু যায়যায়দিনকে বলেন, কড়িতলা হাটের ইজারা এবং আগামী বুধবার ঐতিহাসিক পোড়াদহ মেলা বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। গতকাল শনিবার রাত ৮টার দিকে কামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমান হিল্টুর নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী দেশীয় অস্ত্র নিয়ে আমার লোকজনের ওপর হামলা চালায়। তাতে আমার পক্ষের সাতজন আহত হয়।

অন্যদিকে কামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমান হিল্টু বলেন, আমার লোকজন বাজারে চা পান করছিলো। এ সময় সভাপতি রেজাউল করিম ঠান্ডুর নেতৃত্বে বেশ কয়েকজন তাঁদের ওপর হামলা চালায়। তাতে আমার পক্ষের ছয়জন আহত হন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, আহতদের মধ্যে সাতজন বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসার খোঁজ খবর রাখছি। এরা চিকিৎসা সুস্হ হয়ে উঠলে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, কড়িতলা বাজারেও মাছের মেলা বসানোকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের জন্য চিকিৎসার ব্যবস্হা করা হয়েছে। আজ পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্হা নেওয়া হবে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে