জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৈনিক ইত্তেফাক ও মাই টিভির প্রতিনিধি জুলফিকুর রহমান বৃহস্পতিবার মধ্য রাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
গতকাল ১৪ ফেব্রুয়ারী সকাল ১১টায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা নিজ গ্রামে প্রথম জানাজা পরে গতকাল শুক্রবার বাদ জুমা সরিষাবাড়ী গণময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে বক্তব্য রাখেন মন্টু মেম্বার, বীর মুক্তিযোদ্ধা এস.এম আলী আকবরসহ অন্যান্য সাংবাদিক, সাবেক প্রধান শিক্ষক নজরুল ইাসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আবু সালেহ মাকাল, জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
জানাজা নামাজ পড়ান সরিষাবাড়ী টাউন জামে মসজিদের পেশ ইমাম আলহাজ আঃ মালেক। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, সাংবাদিকবৃন্দ, সুধীজন উপস্থিত ছিল।
যাযাদি/ এস