পাওনা টাকা দিতে না পারায় দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে নির্মমভাবে প্রাণ দিতে হলো আটঘরিয়া পৌর এলাকার রুস্তমপুর গ্রামের মৃত নাজমুল হুদার পুত্র নাফিজ কামাল (২৮)-কে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আটঘরিয়া বাজারের মুদি দোকানী জাহিদ রুস্তমপুর গ্রামের ঐ যুবক নাফিজ কামালের নিকট ১০ হাজার টাকা দোকান বাকি পাওনা ছিল। নাফিজ কামাল দোকান বাকি দিতে না পারায় রাগান্বিত হয়ে মুদি দোকানী জাহিদ একাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী মোটরসাইকেলযোগে ঘটনার দিন রাত ৯টার দিকে আটঘরিয়া বাজারে নাফিজ কামালকে পেয়ে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পর বাজারের লোকজন দৌড়ে এসেছে নাফিজ কামালকে পাশেই আটঘরিয়া হাসপাতালে নিতে নিতেই মারা যায়।
এ ব্যাপারে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান সরকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ ময়নাতনদের জন্য পাবনা মর্গে পাঠান এবং অভিযোগ পাওয়ার পর হত্যাকাণ্ডে সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নাই।
যাযাদি/ এসএম