শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সরিষাবাড়ীতে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২
সরিষাবাড়ীতে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
প্রতীকি ছবি

অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় শুকুর আলী নামের একজন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে জামালপরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বুধবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, গত মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যার এক যুবক ঘুরাফেরা করছিল। স্থানীয় লোকজন সন্দেহ করেন। পরে স্থানীয়রা তার পরিচয় জানতে চাইলে বাংলা না বলে ভিন্ন ভাষায় কথা বলে। এর পর স্থানীয়রা তাকে আটকে রেখে সরিষাবাড়ী থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পোঁছে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার এলাকা থেকে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। পরে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং তার পরিচয় জানতে পারে। সে ১৫ দিন আগে কোন প্রকার কাগজপত্র ছাড়াই অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেছে। অবৈধ অনুপ্রবেশকারীর নাম শুকুর আলী(২৫) পিতার নাম ওহাব উল্লাহ, মাতার নাম খুশি বেগম, গ্রাম অনুপুটি, থানা কৈলাশ শহর, ত্রিপুরারাজ্য ভারত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সরিষাবাড়ী থানার এস আই শরিফুল ইসলাম বাদী হয়ে অবৈধ পথে অনুপ্রবেশ অপরাধে তাকে আসামীকে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে