শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মেন্দিপুর জয়দূর্গা আশ্রমে ফের অগ্নিকাণ্ড

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৭
মেন্দিপুর জয়দূর্গা আশ্রমে ফের অগ্নিকাণ্ড
ছবি: যায়যায়দিন

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর গ্রামের জয়দূর্গা আশ্রমে আগুন লেগে পুড়ে যায় একটি ঘর। ঘটনাটি ঘটে গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে। আশ্রমের আঙ্গিনায় দুইটি জনবসতি ঘর সহ মোট ছয়টি ঘর। বাকি ছয় ঘর আশ্রমের কাজে ব্যবহৃত হয়। এর মধ্যে একটি ঘর আশ্রমের রান্নার লাকড়ির রাখার কাজে ব্যবহৃত হয়। এই ঘরটি আগে আশ্রমের অফিসে ব্যবহার হত। ঘরটি টিনের চৌচালা ঘর যার অধিকাংশ খুঁটি ছিল কাঠের।

আশ্রমের পুরোহিত জয়দীপ চন্দ্র দাস জানান, তিনি আশ্রমের প্রতিদিনের ন্যায় সোমবার রাতের আশ্রমের কাজ শেষে তার শোয়ার ঘরে ঘুমিয়ে যান। মাঝরাতে টিনের মধ্যে সজোরে আওয়াজ শুনতে পেয়ে তার ঘুম ভাঙ্গে, বাইরে বের হয়ে দেখেন লাকড়ির ঘরে আগুন জ্বলছে। তখন তার চিৎকার চেচামেচিতে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিভাতে চেষ্টা করে। একপর্যায়ে আগুন নিভে গেলেও পুরো ঘর ও অন্যান্য মালামাল পুড়ে যায়। কিন্তু আশ্রমের বাকি ঘর গুলো একটু দূরে হওয়া এবং সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার কারণে বাকী ঘর গুলো রক্ষা পায়।

তিনি জানান ১৩৬৬ সন (১৯৬৯ খ্রী) সনে আশ্রমটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি ১৭ই ফাল্গুন সারাদিন ব্যাপি ধর্মীয় আলোচনা সভা ও এক প্রীতিভোজের আয়োজন হয়। এবারের আয়োজনের জন্যও ঘরটিতে লাকড়ি ও অন্যান্য সরঞ্জামাদি ছিল। তিনি এও জানান ঘরটিতে কোন বৈদ্যুতিক ব্যবস্থা ছিলনা। তিনি আরও জানান বিগত ছয় মাস আগে আশ্রমের মূল ঘরটি যেখানে পূজা অর্চনা করা হয় সেটিও আগুনে পুড়ে যায়। তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আশ্রম মেরামতের জন্য সকলের সহযোগিতা চান।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে