শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

প্রেমিকার সাথে বিয়ে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২৫, ১৭:৩২
প্রেমিকার সাথে বিয়ে না দেয়ায় কিশোরের আত্মহত্যা
প্রতীকি ছবি

বগুড়ার আদমদীঘিতে প্রেমিকার সাথে বিয়ে দিতে পরিবার রাজি (সম্মত) না হওয়াসহ পারিবারিক কলহে ফিরোজ আহমেদ (১৮) নামের এক চালকলের শ্রমিক গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে আদমদীঘি উপজেলার কলসা কোচকুড়িপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় তার শয়ন ঘরের তালার বাঁশের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দুপুরে পুলিশ ফিরোজ আহমেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার সান্তাহার কলসা কোচকুড়িপাড়ার চালকলের শ্রমিক ফিরোজ আহমেদের পছন্দের মেয়ের সাথে তার পরিবার বিয়ে দিতে রাজি না হওয়াসহ পারিবারিক নানা কলহে পিতামাতার সাথে অভিমানে করে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফিরোজ আহমেদ তার শয়ন ঘরের তালার বাঁশের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলে থাকে। বিষয়টি পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন দুপুরে ঘটনাস্থল থেকে ফিরোজ আহমেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে