শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মোহনগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় যুবদল নেতা বহিস্কার

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৫ মার্চ ২০২৫, ১৫:৪৮
মোহনগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় যুবদল নেতা বহিস্কার
ছবি: যায়যায়দিন

মোহনগঞ্জে জসীম উদ্দীন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সিদ্ধান্ত মোতাবেক সহ-দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন এর প্রাথমিক সদস্য সহ দলের সদস্য পদ বাতিল করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে মোহনগঞ্জ পৌর শহরের পাথরঘাটা এলাকায় জসিম উদ্দীনের উপর হামলা করে তাকে গুরুতর আহত করে খোকন ও তার লোকজন।

পরে আহত জসীমকে উদ্ধার কর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাকে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম ব্যবসায়ী আহতের৷ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত জসীম উদ্দীন উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীতে থাকা রিক্রুটিং এজেন্সির স্বত্ত্বাধিকারী। তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করেন।

আহত জসীম উদ্দীনের স্ত্রী নিশা আক্তার বলেন, গত ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা খোকন ও তার সহযোগীরা জসীম উদ্দীনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেয়ার তারা ক্ষিপ্ত হয়ে এ হামলা করেন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি মো. আমিনুল ইসলাম।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে