শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বারহাট্টায় এটিএম আব্দুল বারী ড্যানীর ইফতার ও দোয়া মাহফিল 

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৫, ১২:৪৮
বারহাট্টায় এটিএম আব্দুল বারী ড্যানীর ইফতার ও দোয়া মাহফিল 
ছবি: যায়যায়দিন

নেত্রকোণার বারহাট্টায় সম্মানিত ওলামা- মাশায়েখ, এতিম, পেশাজীবি ও রাজনীতিবিদদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারীর ড্যানীর উদ্যোগে বারহাট্টা সি.কে.পি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী তার বক্তবে জানান, ফ্যাসিস্ট সরকারের আমলে মন চাইলেও আপনাদের সঙ্গে একত্রিত হতে পারিনি বলে মন্তব্য করেছেন। তিনি বলেন বিগত সময়ে মন চাওলেও মুক্ত ভাবে আমরা একত্রিত হতে পারিনি। বারহাট্টা আমার প্রাণের স্পন্দন। এখানে আসলে মনে হয় আমি আমার মায়ের কোলে এসেছি। আমার স্বাভাবিক মৃত্যু হলে এই বারহাট্টায় আমার দাফন-কাফন হবে। এই বারহাট্টা থেকে আমি এসএসসি পাস করে ময়মনসিংহ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি ইচ্ছে করলে অনেক বড় অফিসার হতে পারতাম কিন্তু মানুষের কথা চিন্তা করে বিশেষ করে আমি আমার নেত্রকোনা বারহাট্টাবাসীর কথা চিস্তা করে রাজনীতিতে অংশ গ্রহণ করি। আমি নেত্রকোনা বারহাট্টার উন্নয়ন করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত উন্নয়ন মূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আপনাদের দোয়া, আপনাদের চেষ্টা ও আন্তরিকতা যদি থাকে তাহলে যে চিন্তা নিয়ে পড়াশোনা শেষ করে রাজনীতিতে এসেছি সেই চিন্তা অব্যাহত রাখবো। আমি আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই। এই সময় তিনি বিগত সময়ে দলের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান রিজভী, মাহবুব আলম ফরাস, নেত্রকোনা জেলা মহিলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আরিফা জেসমিন নাহিন, বারহাট্টা উপজেলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল বাছির খান, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত এতিম ও সাধারণ ছাত্র, সাধারণ জনগণ সহ বারহাট্টা উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে