শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদের মুসল্লির উপর হামলা

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ)  প্রতিনিধি
  ২১ মার্চ ২০২৫, ২০:৪৭
আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদের মুসল্লির উপর হামলা
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রাবণ (১৮) নামে মসজিদের এক মুসল্লীকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার ( ২১ মার্চ) ভোরে উপজেলার গোপালদী মার্কাজ মসজিদে। গুরুতর আহত অবস্থায় শ্রাবণকে প্রথমে আড়াইহাজার, পরে ভুলতার ইউ এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকার পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শ্রাবণ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের মোক্তার হোসেনের পুত্র।

ঘটনার বিবরণে এলাকাবাসি জানায়, শ্রবণের বাড়ী ঘটনাস্থল থেকে অনেকটা দূরে হলেও সে বৃহষ্পতিবার রাতে সাড়ারাত এবাদত করার জন্য গোপালদী মার্কাজ মসজিদে গিয়ে এশার নামাজ আদায় করে মসজিদেই থেকে যায়। সেখানে রাত ৩ টার দিকে তার মোবাইলে সময় দেখা নিয়ে স্থানীয় উলুকান্দি গ্রামের রফিকুলের ছেলে সিয়ামের সাথে তার তর্ক বিতর্ক হয়। এ কে কেন্দ্র করে ফজরের নামাজের পর সিয়াম, তার ভাই রমজান এবং তানভীর সহ আরো ১০/১২ জন মসজিদে ঢুকে শ্রাবণকে মারপিটে গুরুতর আাহত করে।

ঘটনার পর শ্রাবণের খালাতো ভাই হৃদয় ও জহির তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজারের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থা গুরুতর বিধায় ডাক্তার তাকে আড়াইহাজার সরকারী হাসপাতালে পাঠায়। সেখান থেকে একই কারণে তাকে ভুলতার ইউ এস বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়।

কিন্তু যতই সময় যায় ততই শ্রাবণের অবস্থার অবনতি হতে থাকলে সর্বশেষ তাকে ঢাকার পপুলার হাসপাতালে পাঠানো হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত শ্রাবণের শারিরীক অবস্থা শংকটাপন্ন বলে জানা গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে শ্রাবণের পারিবারিক সূত্রে জানা গেছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে