সুনামগঞ্জের ধর্মপাশায় অবৈধভাবে কৃষি খাস জমির টপসয়েল কাটার অপরাধে এক স্কেভেটর (ভেকু) মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২৩মার্চ) রাত ১২ টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের সলপ এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় বলেন, আদালত চলাকালীন সময় অবৈধভাবে খাস জমি থেকে মাটি কাটা ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভেকু মালিক মো. ভূট্টু মিয়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় তাৎক্ষণিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়, সরকারি সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যাযাদি/ এমএস