শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বারহাট্টায় বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি
  ২৯ মার্চ ২০২৫, ১২:৫১
বারহাট্টায় বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবি : যায়যায়দিন

নেত্রকোণার বারহাট্টায় পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সকল অঙ্গ ও সহযোগি সংগঠন বারহাট্টা উপজেলার উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের নির্দেশনায় জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দদেরকে নিয়ে বারহাট্টা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বারহাট্টা উপজেলা শাখার আহবায়ক মোঃ মোস্তাক আহম্মেদের সভাপতিত্ব ও হেফাজতে ইসলামী বারহাট্টা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভারচ্যুয়ালী বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক ডাঃ আনোয়ার হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু, সদস্য নাজমুল আহম্মেদ নাজু, বারহাট্টা উপজেলা বিএনপি’র সদস্য সচিব আশিক আহম্মেদ কমল, বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেসক্লাসের আহ্বায়ক শামস উদ্দিন আহম্মেদ বাবুল, বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, আরিফুল্লাহ সোহেল, জামায়াতে ইসলামী বারহাট্টা উপজেলা শাখার সভাপতি ডাঃ নাজমুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল প্রমুখ।

এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিশ্বের সকল মানুষের শান্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলামীর বারহাট্টা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন ।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে