শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পূর্বধলায় বিএনপির ঈদ পুনর্মিলনী

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
  ০২ এপ্রিল ২০২৫, ১৮:০৯
পূর্বধলায় বিএনপির ঈদ পুনর্মিলনী
যায়যায়দিন

সকল ভেদাভেদ ভুলে বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক ডা: আনোয়ারুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে তিনি বলেন বাংলাদেশে এ যাবতকালে যত নির্বাচন হয়েছে সবচেয়ে কঠিন নির্বাচন হবে আগামীর নির্বাচন। তাই নেতা কর্মীদের ইউএনও অফিস, শিক্ষা অফিস, হাট বাজার ইজারা, টেন্ডার ইত্যাদির পেছনে সময় না দিয়ে ঠান্ডা মাথায় জনগনের কাছে গিয়ে জনগনের সেবক হয়ে কাজ করতে হবে।

নেত্রকোণার পূর্বধলায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: সেলিম উদ্দিনের আয়োজনে মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন বিগত ১৬ বছরে যারা আন্দোলন সংগ্রামে মাঠে রয়েছে তাদের অগ্রাধিকার দিয়ে দলীয় কাজ করার আহবান জানান।

দলীয় নেতাদের সতর্ক করে বলেন, যারা বিশেষ সুবিধার বিনিময়ে আওয়ামী দোসরদের দলে ভেড়াতে চেষ্টায় করবেন তাদের বিষয়ে দলীয় হাই কমান্ডের নজরদারী রয়েছে। তিনি সকল ভেদাভেদ ভুলে সাবাইকে দলের সার্থে ঐক্যবদ্দ হয়ে কাজ করার আহবান জানান। ঈদ পরবর্তী মিলন মেলাকে কেন্দ্র করে উপজেলার কুমারখালী আঞ্জুমান অটো রাইস মিল যেন বিএনপি নেতাদের মিলন মেলায় পরিণত হয়। ওইদিন উপজেলার বিএনপির সকল গ্রæপের নেতারা এক মঞ্চে বসে বক্তব্য রেখেছেন এবং একে অপরের সাথে কুশল বিনিময় করেছেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রাবেয়া খাতুন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফার কথাগুলি জনগনের কাছে পৌঁছাতে হবে এবং সেবার মানসিকতা নিয়ে জনগনের কাছে যেতে হবে। তিনি আরও বলেন, আওয়ামীলীগকে পুনর্বাসনের লক্ষে কেউ কোন প্রকার টাকা পয়সা গ্রহন করবেন না।

জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ¦ আবু তাহের তালুকদার বলেন, বিগত সময়ে আওয়ামীলীগ রাতের নির্বাচন, ডামি নির্বাচনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছিল। বিএনপি একটি সুসংগঠিত দল। খুন, গুম, মামলা মাধ্যমেও দলের নেতা কর্মীদের মনোবল ভাঙ্গতে পারেনি। যারা বিএনপি নেতা কর্মীদের নিয়ে সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে বলেন. সময় আসলে তাদের বুঝিয়ে দেওয়া হবে কত ধানে কত চাল। তিনি উপজেলা বিএনপির কার্যক্রমকে আরও বেগবান করার জন্য পূর্বধলায় পুর্নাঙ্গ কমিটি দেওয়ার জন্য জেলা নেতৃবৃন্দের কাছে আহবান জানান।

উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মো: বাবুল আলম তালুকদার বলেন, নিজের পাল্লা ভারী করার জন্য আওয়ামীলীগের কোন দোসরকে দলে স্থান দেওয়া যাবে না। যারা আওয়ামী দোসরদের দলে স্থান দিবে তাদের ঠাঁই দলে হবে না বলে তিনি জানান।

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেন, আগামী নির্বাচনে জনগনের ম্যান্ডেট নিতে হলে ধানের শীষের প্রশ্নে ঐক্যের কোন বিকল্প নেই। জেলা বিএনপির সদস্য আব্দুর রহিম বলেন, আওয়ামী সরকারের পতনের পর অনেকেই মনে করেন ক্ষমতায় চলে এসেছি এ মনোভাব থেকে বের হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।

কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক দলের প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির বলেন দলীয় চেয়ারম্যান এর নির্দেশনা অনুযায়ী দলের সুনাম নষ্ট হয় এমন কাজ করা যাবে না। বিভেদ ভুলে ঐক্য বদ্ধ থাকবে হবে।

কেন্দ্রীয় সেচ্ছা সেবক দলের সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও অনুষ্ঠানের আয়োজক মো: সেলিম উদ্দিন।

এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, কেন্দ্রীয় স্বেচ্চা সেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মো: আল মামুন, উপজেলা যুব দলের আহবায়ক এনামুল হক হলুদ, উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাজু আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: সাইদুর রহমান তালুকদার, বাংলাদেশ চিকিৎসক সমিতি, ময়মনসিংহ শাখার সভাপতি ও ড্যাব সদস্য ডা: আসাদুজ্জামান রতন, ময়মনসিংহ ড্যাবের সাধারন সম্পাদক ডা: সাইফুল ইসলাম খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো: আব্দুল আজিজ তালুকদার. ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীবৃন্দ। পুরো আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছিল। আলোচনা শেষে কুমারখালী স্টার বয়েজ স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন করেন অতিথিরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে