শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নাচোলে জামায়াতে ইসলামীর  ঈদ পুনর্মিলনী

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ০২ এপ্রিল ২০২৫, ১৯:৫৪
নাচোলে জামায়াতে ইসলামীর  ঈদ পুনর্মিলনী
যায়যায়দিন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরশাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদ পুনর্মিলনীতে পৌর এলাকার জামায়াত কর্মী সমর্থকসহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।

বুধবার (২ এপ্রিল) বিকেল ৪ টায় নাচোল পৌর শাখার আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে বেগম মহসিন ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নাচোল পৌর শাখার সহসেক্রেটারী খলিলুর রহমান,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক আব্দুল মোহাইমিন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাচোল পৌর শাখার সহসেক্রেটারী ইসমাইল হোসেন।

জামায়াতে ইসলামী নেতারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। এই ধরণের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে