নেত্রকোণার পূর্বধলায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশ গ্রহনে আন্ত: ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার সফলভাবে শেষ হয়েছে। পূর্বধলা জগৎমনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টে ১৯৯৭ এসএসসি ব্যাচ থেকে ২০২৪ ব্যাচের ২৬টি দল অংশ গ্রহন করে।
ফাইনাল খেলায় ২০১৭ ব্যাচের দল ২০০৭ ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ক্রীড়া প্রেমি ব্যক্তিত্ব ইশতিয়াক আহমেদ বাবু। এর আগে ঈদ-উল ফিতরের দিন বুধবার রাতে টুর্ণামেন্টের উদ্বোধন হয়।
সর্টপিচের নাইট ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ প্রতিদিন প্রচুর দর্শক মাঠে উপস্থিত থেকে গভীর রাত পর্যন্ত খেলা উপভোগ করেন। পরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলে মাঝে ট্রফি তোলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ক্রীড়া প্রেমি ব্যক্তিত্ব ইশতিয়াক আহমেদ বাবু। মোঃ ইকবাল কবীর পিয়াসের সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলা আয়োজন কমিটির উপদেষ্টা ও পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিরয়র সহকারি শিক্ষক (শারিরিক শিক্ষা) সৈয়দ মেহেদী হাসান জাহাঙ্গীর, পূর্বধলা জগৎ মণি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূর আহাম্মদ খান রতন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম সহ খেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন । পরে ঢাকা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে কনসার্ট অনুষ্ঠিত হয়।
যাযাদি/ এস