বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকু মোটরসাইকেলসহ সুলতান মাহমুদ ওরফে লাম (১৯) এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৩১ মার্চ) গভীর রাতে সান্তাহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুলতান মাহমুদ লাম নওগাঁ সদর উপজেলার চকবাড়ীয়া ঈদগাহ মাঠ এলাকার আব্দুল মান্নানের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানান, গত সোমবার দিবাগত গভীর রাতে সান্তাহার পৌরসভা এলাকায় কোন ধর্তব্য অপরাধ সংঘটিত করার প্রস্ততি নেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে টহল পাহারার পুলিশ রাত ১টা ২০ মিনিটে সান্তাহার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে সুলতান মাহমুদ ওরফে লামকে আটক ও তাকে তল্লাশি একটি বার্মিজ চাকু, একটি ১৫০ সিসি আরটিএস মোটরসাইকেল ও ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
যাযাদি/ এমএস