শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ইসলামপুরে নৌকা ডুবে একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  ০৩ এপ্রিল ২০২৫, ১৯:৪৪
ইসলামপুরে নৌকা ডুবে একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এখনো নিখোঁজ দুইজনকে উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে উপজেলার কুলকান্দি ইউনিয়নের কুলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম বিল্লাল আলী (৪৫)। সে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের কুলকান্দি মধ্যপাড়া গ্রামের সামছুল আলীর ছেলে। নিখোঁজ দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার কুলকান্দি হার্ট পয়েন্ট থেকে চর কুলকান্দির উদ্দেশ্যে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা যাত্রা শুরু করে।

মাঝপথে নৌকা ডুবে গেলে অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয় তিন জন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ৪ ঘণ্টা চেষ্টায় বিল্লাল আলী নামে একজনের মরদেহ উদ্ধার করে।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠায় এ ঘটনা ঘটেছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে