ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা ঢাকাগামী বাস যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া নেওয়া অভিযোগ পাওয়া গেছে। এতে যাত্রীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। বিকল্প উপায় না থাকায় যাত্রীরা বাধ্য হয়েই দ্বিগুণ ভাড়া দিয়ে টিকেট কেটেই ঢাকা ফিরছেন।
নেত্রকোণার পূর্বধলা থেকে ঢাকার উদ্দেশে প্রতিদিন ৮টি বাস যাত্রী নিয়ে আসা যাওয়া করে। তার মধ্যে ৭টি বাস হোগলা ইউনিয়নের সেহলা থেকে পূর্বধলা হয়ে এবং একটি বাস ঘাগড়া ইউনিয়নের দুধী বাজার হইতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব বাসের মধ্যে রয়েছে আরএস এন্টারপ্রাইজ, সালমান, তালুকদার, আজিম এন্টারপ্রাইজসহ আরও একটি বাস। এসব বাসে সারা বছর পূর্বধলার জামতলা ও রেলগেইট সংলগ্ন দুটি কাউন্টার থেকে ৩০০টাকা করে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিয়ে থাকে। কিন্তু বতর্মানে ঈদ পরবর্তী সময়ে বাড়া বাড়িয়ে দ্বিগুণ আদায় করা হচ্ছে। এতে যাত্রীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে মন্তব্য করতে দেখা গেছে। সাংবাদিক মজিবর রহমান খান নামে একজন লিখেন, “সেহলা-ঢাকা বাস ভাড়া ৩০০টাকা। আমি একটি টিকেট চেয়েছিলাম ৬০০টাকা চাইল।
আমি বললাম সব সময় ৩০০টাকায় যাই, উত্তরে বাসের লোকজন জানায় আমরা ৫০০টাকা করে টিকেট কাটছি। আপনি সাংবাদিক তাই ৬০০টাকা করে দিবেন”। অপর এক যাত্রী জানান “ আজ শুক্রবার ভোরে ঢাকা যাওয়ার জন্য আরএস এন্টারপ্রাইজ এর পূর্বধলা কাউন্টার থেকে দুটি টিকেট সংগ্রহ করেছি। দুটি টিকেট তারা ৬০০টাকা করে ১২০০টাকা রেখেছেন। তবে ভাড়া দ্বিগুন নিলেও টিকেটে গায়ে না লিখে ফাঁকা রেখেছেন। টিকেট বিক্রেতার নিকট টাকা বেশি নেওয়ার বেপারে জানতে চাইলে তিনি জানিয়েছেন ভাড়া বাস মালিক নির্ধারন করে দিয়েছেন বলে তিনি জানান। একই ভাবে অন্যান্য বাসগুলিতেও দ্বিগুণ হারে ভাড়া নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এছাড়া পূর্বধলা থেকে ময়মনসিংহ পর্যন্ত সিনএনজি ভাড়া ১০০টাকার জায়গায় ২০০টাকা, কোন কোন ক্ষেত্রে তার চেয়েও বেশি নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের উপস্থিতিতে কিছু কমিয়ে দিলেও পরে আবার বাড়িয়ে দিচ্ছে।
এ বিষয়ে আরএস এন্টারপ্রাইজের টিকেটের গায়ে সুপার ভাইজারের দেওয়া মোবাইল নাম্বারে ফোন দিলে রুবেল নামে একজন জানান, ঈদ উপলক্ষে ফিরতি সময়ে যাত্রী না পাওয়ার কারনে কিছু ভাড়া বেশি নেওয়া হচ্ছে। কিছু বেশি না নিয়ে তো দ্বিগুন ভাড়া নিচ্ছেন কেন? এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে আমি আর কিছু বলতে পারব না। আপনি মালিককে ফোন করে জানতে পারেন।
আর.এস এন্টারপ্রাইজের মালিক মো: ফাইজুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঈদ পরবতী সময়ে পূর্বধলা থেকে বাস ভর্তি যাত্রী নিয়ে যেতে পারলেও আসার সময় যাত্রী পাওয়া যায়না তাই বেশি নেওয়া হয়।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির ছুটিতে থাকায়, সহকারি কমিশনার (ভুমি) নাজনীন আখতার কে অবহিত করা হলে তিনি বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড় না নিতে পারে সে জন্য প্রশাসন তৎপর রয়েছে। ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
যাযাদি/ এমএস