জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে স্বপ্ন পুড়ে চাই হয়েছে ৬ ব্যবসায়ীর। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়।
আগুনে একটি ফার্মেসী, একটি ধানের গুদাম, একটি মুদি দোকান, একটি সেলুন ঘর সহ ৬ টি ঘরে থাকা আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, অগ্নিকান্ডে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এব্যাপারে উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।
যাযাদি/ এমএস