নাটোরের নলডাঙ্গায় হাজার হাজার সনাতন ধর্মালম্বী পূণ্যার্থীর অংশ গ্রহনে দিনব্যাপি পালিত হয়েছে গঙ্গাস্নান উৎসব।
আজ শনিবার সকাল থেকে উপজেলার সোনাপাতিল মহাশ^শান ঘাট ও শ্যামনগর বারনই নদীর ঘাটে ¯স্নান করে সনাতন ধর্মালম্বীর হাজার হাজার পূণ্যার্থীর পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় প্রার্থনা করছে ভক্তরা।চৈত্র মাসের অষ্টমী তিথিতে এ গঙ্গা¯স্নান উৎসব পালিত হয়।অন্য যে কোন স্নানের চেয়ে এ স্নানে হাজার গুণ পূণ্য বলে আশে পাশের বিভিন্ন জেলা উপজেলার পূণ্যার্থীরা এখানে স্নানে অংশ গ্রহন করে থাকেন।
এছাড়াও আয়োজন করা হয় কালী পূজা ও কীর্তন মেলা। এ উপলক্ষে সোনাপাতিল মহাশ্বশান ঘাটে ও শ্যামনগর বারনই নদীর ঘাটে বিশাল এলাকা জুড়ে পিতলের তৈরি তৈজজপত্রসহ জিলাপি,মিষ্টি ও রকমারী বিভিন্ন পসরা নিয়ে বসেছে মেলা।
তবে আগত ভক্তরা অভিযোগ করেন,২০০ বছর ধরে এখানে এ গঙ্গা¯স্নান উৎসব পালিত হলেও এ বারনই নদীর ঘাট সংস্কার না হওয়ায় নদীতে উঠা নামা করতে বয়স্ক মানুষের অনেক কষ্ট হয়।তারা দাবী করেন,ঘাটে উঠানামার জন্য পাকা সিঁড়ি করে দিলে সুবিদা হয়।
শ্যামনগর পুজা আয়োজক কমিটির সভাপতি গোপাল চন্দ মোহন্ত ও বলেন, প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে পালিত হয় ¯স্নান উৎসব। এই উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার পূর্ণার্থীরা এখানে সমবেত হয়। গঙ্গাস্নান উপলক্ষে এলাকায় প্রতিটি বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজন আসে।চলে র্কীতন মেলা।
যাযাদি/ এম