শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

গাজায় গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০৭ এপ্রিল ২০২৫, ১৫:৩৭
গাজায় গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

গাজায় মুসলমানদের ইসরায়েলি বর্বর হামলায় গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ কর্তৃক বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা ( গ্লোবাল স্ট্রাইক ফর গাজা ) আহবানে একাত্মতা প্রকাশ করে এবং ভারত সরকার কর্তৃক ওয়াকফ বিল বাতিলের দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার পৌর শহর ও গুরুত্বপূর্ণ সড়কে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা দক্ষিণ ছাত্র শিবিরের সভাপতি আবু তাহের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেডারেশনের সভাপতি দিলওয়ার হোসেন, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন প্রমুখ। বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজার ভয়াবহ গণহত্যা প্রতিদিনের নিহতের সংখ্যা তুলে ধরে বক্তারা বলেন, গাজায় বর্তমান পরিস্থিতি তা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে, ইসরাইল মানবাধিকারের সীমা লঙ্ঘন করে এই নিরীহ মুসলিম গাজাবাসীকে হত্যার খেলায় মেতে উঠেছে।

দখলদার এই ইসরাইলী সন্ত্রাসী রাষ্ট্রকে থামানো সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকাটিতে নির্বিচারে হত্যা বন্ধ করতে বিশ্ববাসী নিরবতা পালন করছে। বক্তারা সৌদি আরব সহ বিশ্বের মুসলিম শক্তিধর রাষ্ট্র গুলোর সমালোচনা করে বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই অথচ শক্তি থাকার পরেও সৌদি আরব, কাতার, আমিরাত, তুরস্ক সহ অনেক মুসলিম রাষ্ট্র তামাশা দেখছে।

অনতিবিলম্বে গাজায় এই গণহত্যা বন্ধ করতে হবে। এছাড়াও ভারত কর্তৃক মুসলিম বিদ্বেষী কথিত ওয়াকফ বিল বাতিলের দাবি জানান।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে